ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

দিনাজপুর পৌরসভার মেয়রকে বরখাস্তের আদেশ স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
দিনাজপুর পৌরসভার মেয়রকে বরখাস্তের আদেশ স্থগিত

ঢাকা: দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের আদেশ তিনমাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ সোমবার (১৮ সেপ্টেম্বর) এ আদেশ দেন।

সৈয়দ জাহাঙ্গীর আলম বিএনপির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক।

আদালতে মেয়রের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোরশেদুল আলম।

গত ১৪ সেপ্টেম্বর স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে সৈয়দ জাহাঙ্গীর আলমকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়।  

ওই বরখাস্তের আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন তিনি।
 
এর আগে ২০১৫ সালের ৩ ডিসেম্বর স্থানীয় সরকার বিভাগ পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে  বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করে। ওই বরখাস্তের আদেশের বিরুদ্ধেও রিট করেন তিনি।
 
পরে হাইকোর্টের আদেশে মেয়র পদ ফিরে পান তিনি।
 
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৭
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।