ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

অসুস্থ প্রধান বিচারপতিকে দেখে এলেন আইনমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৭
 অসুস্থ প্রধান বিচারপতিকে দেখে এলেন আইনমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি আইনমন্ত্রী। ছবি: বাংলানিউজ

ঢাকা: অসুস্থ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে দেখতে তার বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার (০৫ অক্টোবর) বিকেল চারটা ৫ মিনিটে প্রধান বিচারপতির বাসভবনে যান আইনমন্ত্রী। সাক্ষাৎ শেষে বিকেল চারটা ৩৯ মিনিটে বের হয়ে গাড়িতে উঠে চলে যান তিনি।

এ সময় সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি আনিসুল হক।    

পরে ফোনে জানতে চাইলে আইনমন্ত্রী আনিসুল হক বাংলানিউজকে বলেন, ‘প্রধান বিচারপতি অসুস্থ। অসুস্থ মানুষকে দেখতে গিয়েছিলাম’।

তিনি কেমন আছেন?- প্রশ্নের জবাবে বলেন, ‘বিশ্রামে আছেন’।

কতোদিন বিশ্রামের প্রয়োজন বা সেরে উঠতে কতো সময় লাগবে?- জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আমি তো ডাক্তার নই’।

এর আগে দুপুরে দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে তাকে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সে সময়ই অসুস্থ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে দেখতে যাবেন বলে জানিয়েছিলেন তিনি।    

দুপুর দুইটায় সুপ্রিম কোর্টে আসেন আইনমন্ত্রী। এরপর দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতির খাসকামরায় গিয়ে সাক্ষাৎ করেন।

প্রায় সোয়া একঘণ্টা সাক্ষাৎ শেষে বের হলে অসুস্থ প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার অবস্থা জানতে চান সাংবাদিকরা। জবাবে তিনি বলেছিলেন, ‘প্রধান বিচারপতির চিকিৎসকের সঙ্গে আজ কথা হয়নি’।

তার সঙ্গেও সাক্ষাৎ করবেন কি-না?- প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘অবশ্যই তার চিকিৎসকের সঙ্গে কথা বলে প্রধান বিচারপতিকে দেখতে যাবো, সাক্ষাৎ করবো’।

আইনমন্ত্রী বলেন, ‘বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞাকে প্রধান বিচারপতির দায়িত্ব পালনে আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছি। এর আগে আরও দু’জন প্রধান বিচারপতি হয়েছিলেন। তাদেরকেও একইভাবে সহযোগিতা দিয়েছি। কারণ, আইন মন্ত্রণালয় নির্বাহী বিভাগে ও বিচার বিভাগের মধ্যে সেতুবন্ধন’।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৭
এমআইএইচ/ ইএস/ এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।