ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

মির্জা ফখরুলের নাশকতার এক মামলা স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৭
মির্জা ফখরুলের নাশকতার এক মামলা স্থগিত

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে পল্টন থানায় করা নাশকতার এক মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।

মামলা বাতিলের জন্য করা এক আবেদনের প্রেক্ষিতে সোমবার (২৩ অক্টোবর) বিচারপতি মো.মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

রুলে ওই মামলার কার‌্যক্রম কেন বাতিল করা হবে না তা জানতে চেয়েছেন আদালত।

আদালতে মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন সগীর হোসেন লিয়ন।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর। তিনি বলেন, হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।

পরে জয়নুল আবেদীন  বলেন, গাড়িতে বোমা মেরে নাশকতার অভিযোগে ২০১৫ সালের ৬ জানুয়ারি পল্টন থানায় এ মামলা দায়ের করে পুলিশ। এ মামলায় জামিনে রয়েছেন মির্জা ফখরুল।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, অক্টোবর ২৩,২০১৭
ইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।