ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

হাইকোর্টে মির্জা ফখরুলের আরও চার মামলা স্থগিত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
হাইকোর্টে মির্জা ফখরুলের আরও চার মামলা স্থগিত

ঢাকা: সরকার বিরোধী আন্দোলনের সময় করা একটি হত্যা মামলাসহ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে চারটি মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (অক্টোবর ২৪) বিচারপতি মো. মিফতাউদ্দিন চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ  আদেশ দেন। রুলে এসব মামলা কেন বাতিল করা হবে না, জানতে চাওয়া হয়েছে।

এর আগে সোমবার একই বেঞ্চ আরও একটি মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়ে রুল জারি করেছিলো।

আদালতে মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন সগীর হোসেন লিয়ন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মনিরুজ্জামান কবীর।

সগীর হোসেন জানান, ২০১৩ সালের ৩০ নভেম্বর মালিবাগ চৌধুরীপাড়ায় যাত্রীবাহী একটি বাস পোড়ানো ও প্রাণহানির ঘটনায় মির্জা ফখরুলসহ বিএনপি-জামায়াত নেতাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। একইদিন সন্ধ্যায় আবুল হোটেলের সামনে বাসটি পোড়ানো হয়। এতে মারা যান এক যাত্রী।

ওই বছরেই পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সাথে সংঘর্ষের ঘটনায় শাহজাহানপুর, পল্টন ও মতিঝিল থানায় তিনটি নাশকতার মামলা হয় মির্জা ফখরুলসহ অন্যান্য নেতাকর্মীদের বিরুদ্ধে।

বাংলাদেশ সময়:১৯০১ ঘণ্টা, অক্টোবর ২৪,২০১৭
ইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।