ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বাসে অগ্নিসংযোগ মামলার শুনানি ৪ ফেব্রুয়ারি 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৭
বাসে অগ্নিসংযোগ মামলার শুনানি ৪ ফেব্রুয়ারি 

ঢাকা: বিআরটিসি বাসে অগ্নিসংযোগ ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুর স্ত্রী নাসিমা আক্তার কল্পনাসহ ৬৯ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি পিছিয়েছেন আদালত। 

মঙ্গলবার (৩১ অক্টোবর) মামলাটির অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য্য ছিলো। কিন্তু আসামি পক্ষ চার্জ শুনানির জন্য সময়ের আবেদন করলে ঢাকা মহানগর ৬ নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক আবেদন মঞ্জুর করে আগামী বছরের ৪ ফেব্রুয়ারি দিন ধার্য্য করেন।

 

মামলায় কল্পনাসহ ৪২ আসামি জামিনে রয়েছেন। অন্য আসামিরা পলাতক রয়েছেন।  

বাংলাদেশ সময়: ১১২৬ ঘণ্টা, অক্টোবর ৩১,২০১৭
এমআই/বিএস  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।