ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

পটুয়াখালীতে মাদক মামলায় যুবকের ১৭ বছরের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
পটুয়াখালীতে মাদক মামলায় যুবকের ১৭ বছরের কারাদণ্ড

পটুয়াখালী: পটুয়াখালীতে মাদক মামলায় স্বপন মৃধা (৩২) নামে এক যুবকের পৃথক পৃথক ধারায় ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) দুপুরে পটুয়াখালী বিশেষ দায়রা জজ আদালতের বিচারক বাসুদেব রায় আসামির অনুপস্থিতিতে এ রায় দেন। স্বপন পৌর শহরের টাউন কালিকাপুরের মৃত ফজলুর রহমানের ছেলে।

আদালত ও মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৮ এপ্রিল দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮ ওই এলাকায় অভিযান চালিয়ে ৪৫ পুরিয়া হেরোইন, ২৫৩ পিস ইয়াবা ১১শ’ গ্রাম গাঁজাসহ স্বপন মৃধাকে তার বাসা থেকে আটক করে। পরে র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পটুয়াখালী সদর থানায় মামলা দায়ের করে। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) হুমায়ন কবির আসামির বিরুদ্ধে ওই বছরের ১১ জুন আদালতে চার্জশিট দাখিল করেন।  

এরপর দীর্ঘদিন ধরে মামলার শুনানি শেষে বৃহস্পতিবার আসামির অনুপস্থিতিতেই আদালত ১৭ বছরের কারাদণ্ডাদেশ দেয়।

বাংলা‌দেশ সময়: ১৯১৫ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।