বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৯ এর বিচারক শেখ হাফিজুর রহমান এ রায় দেন।
ঢাকা জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী মো. আসাদুজ্জামানকে দুদক আইনের ৫ (২) ধারায় পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মোজাম্মেল মজুমদার নামে একজনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। এছাড়া রায়ে অবৈধ উপায়ে অর্জিত ৮ লাখ ৭৬ হাজার ২৭০ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে।
উপ-সহকারী প্রকৌশলী মো. আসাদুজ্জামান পলাতক থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। আর জয়নাল আহমেদ রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত থাকায় সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পরস্পর যোগসাজশে মিরপুর-১৩ নম্বরে অবস্থিত ঢাকা মডেল ডিগ্রি কলেজের উন্নয়ন প্রকল্পের বিপরীতে সরকারি ৮ লাখ ৭৬ হাজার ২৭০ টাকা অতিরিক্ত উত্তোলনপূর্বক আত্মসাতের অভিযোগে ২০১৫ সালের ৭ মে উত্তরা (পূর্ব) থানায় দুদকের সহকারী পরিচালক আবু বকর সিদ্দিক মামলাটি দায়ের করেন। একই ব্যক্তি পরের বছর ২২ ফেব্রুয়ারি তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন।
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
কেআই/এএটি