ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

আদালতে পি কে হালদারের দুই সহযোগী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
আদালতে পি কে হালদারের দুই সহযোগী

ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ায় পি কে হালদারের দুই সহযোগী পিপলস লিজিংয়ের সাবেক চেয়ারম্যান উজ্জ্বল কুমার নন্দী ও ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক এমডি রাশেদুল হককে সিএমএম আদালতে নেওয়া হয়েছে।

সোমবার (২৫ জানুয়ারি) দুপুর ২টার দিকে তাদের আদালতের উদ্দেশ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয় থেকে নিয়ে যাওয়া হয়।

এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে তাদের সেগুনবাগিচা দুদক কার্যালয়ে আনা হয়েছিল।

এর আগে রোববার (২৪ জানুয়ারি) বিকেল ৫টার দিকে জিজ্ঞাসাবাদ শেষে তাদের গ্রেফতার করা হয়ে। এর আগে দুপুর ১২ থেকে দুদক কার্যালয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি টিম তাদের জিজ্ঞাসাবাদ করেন।

গ্রেফতারদের রমনা থানায় নিয়ে যাওয়া হয়। দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন বলে দুদক সূত্রে জানা গেছে।

** পিকে হালদারের দুই সহযোগীকে আনা হয়েছে দুদকে

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২১
এসএমএকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।