ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সুপ্রিম কোর্ট বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কমিটি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২১
সুপ্রিম কোর্ট বারে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কমিটি

ঢাকা: মো. আবদুল জাব্বার ভূঁইয়াকে সভাপতি ও গাজী কামরুল ইসলাম সজলকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট বার ইউনিটের কমিটি অনুমোদন করা হয়েছে। কমিটিতে স্থান পেয়েছেন সুপ্রিম কোর্টের ২৫১ জন আইনজীবী।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) এ কমিটি অনুমোদন দেন ফোরামের কেন্দ্রীয় আহবায়ক খন্দকার মাহবুব হোসেন। আর সুপারিশ করেন সদস্য সচিব ফজলুর রহমান।

কমিটির অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন নতুন কমিটির গণমাধ্যম বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান।

এর আগে ২০১৯ সালের গত ৩ অক্টোবর জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেনকে আহ্বায়ক এবং সাবেক ছাত্রনেতা ও আইনজীবী ফজলুর রহমানকে সদস্য সচিব করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ১৭৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২১
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।