ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

নওগাঁয় শারীরিক নির্যাতনের প্রতিবাদে আইনজীবীদের কোর্ট বর্জন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২১
নওগাঁয় শারীরিক নির্যাতনের প্রতিবাদে আইনজীবীদের কোর্ট বর্জন আইনবজীবীদের কোর্ট বর্জন। ছবি: বাংলানিউজ

নওগাঁ: নওগাঁ আদালত চত্বরে পুলিশ কর্তৃক মুরাদ হোসেন নামে এক আইনজীবীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে সব ধরনের বিচারিক কার্যক্রম বর্জন করেছেন আইনজীবীরা। সোমবার (১ ফ্রেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি খোদাদাত খান জানান, সকালে এক আইনজীবী রিকশা নিয়ে আদালত চত্বরে ঢুকছিলেন। এ সময় তাকে রিকশা থেকে নেমে আদালত চত্বরে প্রবেশের কথা বলেন সেখানে দায়িত্বরত কয়েকজন পুলিশ সদস্য। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে পুলিশ সদস্যরা ওই আইনজীবীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে বলে অভিযোগ করেন তিনি।

এরই প্রতিবাদে আদালত চত্বরে বিক্ষোভ মিছিল এবং সংক্ষিপ্ত সমাবেশ করেন আইনজীবীরা। সমাবেশ থেকে সব ধরনের বিচারিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেন তারা।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।