ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

কুমিল্লায় মন্দির ভাঙচুর: ১৭ জন রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২১
কুমিল্লায় মন্দির ভাঙচুর: ১৭ জন রিমান্ডে

কুমিল্লা: কুমিল্লায় মন্দির ভাঙচুরের ঘটনায় ১৭ জনকে পাঁচদিন করে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।  

বুধবার (০৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে জ্যেষ্ঠ বিচারিক ৬ নম্বর আমলি আদালতের বিচারক চন্দন কান্তি নাথ এ আদেশ দেন।

 

এরআগে, ১৮ আসামিকে আদালতে তুলে সাতদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক ১৭ জনকে পাঁচ দিন করে রিমান্ডে পাঠান। একজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাকে রিমান্ডে নেওয়া হয়নি।  

পুলিশের কোর্ট পরিদর্শক সালাউদ্দিন আল মাহামুদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, ১৩ অক্টোবর কোরআন শরিফ অবমাননার জেরে কুমিল্লার ঠাকুরপাড়া এলাকায় রক্ষাকালী মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটে। এর দুইদিন পর পুলিশ বাদী হয়ে মামলা করে। পরে সিসিটিভির ফুটেজ দেখে ১৮ জনকে গ্রেফতার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।