ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

আত্মসমর্পণ করতে হবে সেই ৪ আসামিকে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২১
আত্মসমর্পণ করতে হবে সেই ৪ আসামিকে

ঢাকা: কুমিল্লার ঘটনার জেরে কক্সবাজারের পেকুয়ায় হামলা-সংঘর্ষের মামলায় হাইকোর্টে আগাম জামিন পাওয়া চার আসামিকে আত্মসমর্পণ করতে হবে।

এ বিষয়ে চেম্বার জজ আদালতের আত্মসমর্পণের আদেশ সংশোধন চেয়ে আসামিপক্ষের করা আবেদন রোববার খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বেঞ্চ।

 

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। আসামিপক্ষে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।

১৩ অক্টোবর কুমিল্লার পূজামণ্ডপে কোরআন রেখে অবমাননার অভিযোগ তুলে দেশের বিভিন্ন জেলায় পূজামণ্ডপে হামলা, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার দিন রাতে কক্সবাজারের পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের দুর্গা মন্দিরেও হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ঘটনায় ১৫ অক্টোবর মামলা হয়।

সেই মামলায় পেকুয়া সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, একই উপজেলার যুবদলের সভাপতি কামরান জাদীদ, ৪ নম্বর ওয়ার্ড সদস্য সাজ্জাদ, বিএনপির সক্রিয় সমর্থক ব্যবসায়ী শাহনেওয়াজ আজাদ হাইকোর্টে জামিন আবেদন করেন। গত ২৮ অক্টোবর তাদের ৫ ডিসেম্বর পর্যন্ত আগাম জামিন দেন।

এ জামিনের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।

৩১ অক্টোবর আপিল বিভাগের চেম্বার আদালত এক সপ্তাহের মধ্যে আসামিদের আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিলেন ।

পরে এ আদেশ সংশোধন চেয়ে আবেদন করে আসামি পক্ষ। পরে রুহুল কুদ্দুস কাজল বলেন,আত্মসমর্পণের জন্য সময় চেয়েছিলাম। কিন্তু আদালত সে আবেদন খারিজ করে দিয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২১
ইএস/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।