ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

সাবেক প্রোভিসি ডা. মান্নানের নামে দুর্নীতির মামলা চলবে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
সাবেক প্রোভিসি ডা. মান্নানের নামে দুর্নীতির মামলা চলবে ...

ঢাকা: যন্ত্রপাতি কেনাকাটায় দুর্নীতির দুই মামলা বাতিল চেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক প্রোভিসি অধ্যাপক ডা. এম এ মান্নানের আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

রোববার (২১ নভেম্বর) বিচারপতি  মো. নজরুল ইসলাম ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী মোশাররফ হোসেন মজুমদার। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।  

আইনজীবী আসিফ হাসান জানান, এ দুই মামলা বাতিল চেয়ে আবেদন করেছিলেন অধ্যাপক ডা. এম এ মান্নান। মামলা দুটি এখন সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। এখন এ দুই মামলার কার্যক্রম চলবে।

২০০৫-২০০৬ অর্থ বছরের যন্ত্রপাতি কেনাকাটায় দুর্নীতির মামলায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক প্রোভিসিসহ কয়েকজনের বিরুদ্ধে ২০০৯ সালের ১৬ আগস্ট শাহবাগ থানায় দুদক দুটি মামলা করে।

পরে এই দুই মামলায় চারজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে চার্জ গঠনের পর মামলা দুটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত-৭ এ চলা এই দুই মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন। যেটি রোববার খারিজ করে দেন।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২১
ইএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।