ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি সাইফুল, সম্পাদক তারা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি সাইফুল, সম্পাদক তারা

খুলনা: খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ নিরঙ্কুশ জয় পে‌য়ে‌ছে। ১৪টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২টিতেই জয় পেয়েছেন এই পরিষদের প্রার্থীরা।

অপরদিকে যুগ্ম সম্পাদক ও এক‌টি সদস্য পদে বিজয়ী হয়েছেন সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদ।

এ নিয়ে টানা তৃতীয়বারের মতো জেলা আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত হলেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম। নির্বাচনে সভাপতি পদে সাইফুল ইসলাম ৮১১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সেখ নুরুল হাসান রুবা পেয়েছেন ৩৯৮ ভোট।

সাধারণ সম্পাদক পদে ৬৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট এস. এম. তারিক মাহমুদ তারা। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন অ্যাডভোকেট মোল্লা মশিয়ুর রহমান নান্নু।

বিজয়ী অন্যরা হ‌লেন- সহসভাপতি অ্যাডভোকেট জি এম আমানুল্লাহ (৬২০), অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম (৬৫৭), যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মো. এহতেশামুল হক জুয়েল (৬৫০), লাইব্রেরি সম্পাদক অ্যাডভোকেট এম এম কবীর আশরাফুল আলম রাজু (৬৬২), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট তামিমা লতিফ সিন্ধা (৬০১) এবং সদস্য অ্যাডভোকেট অশোক কুমার গোলদার (৬০১), অ্যাডভোকেট নওশীন রহমান বর্ষা (৭৮৫), অ্যাডভোকেট মেহেদী হাসান (৭৬৯), অ্যাডভোকেট আব্দুস শফিক মোল্যা জনি (৭১১), অ্যাডভোকেট সেখ মুনিরুজ্জামান মনির (৬৬৪), অ্যাডভোকেট রোমানা তানহা (৬২৫) ও অ্যাডভোকেট রানীমা খাতুন (৫৪০)।

নির্বাচনে মোট ১ হাজার ৩৭৫ ভোটের মধ্যে ভোট দেন ১ হাজার ২৩১ জন। ভোট গণনা শেষে রোববার রাত ১০টা ৪৫ মিনিটে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন জেলা আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা পরিষদের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা।

এর আগে রোববার আইনজীবী সমিতির দ্বিতীয় তলায় সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
এমআরএম/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।