ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

নীলফামারীতে গ্রেফতার পাঁচ জঙ্গি তিনদিনের রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫১ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২১
নীলফামারীতে গ্রেফতার পাঁচ জঙ্গি তিনদিনের রিমান্ডে ফাইল ছবি

নীলফামারী: নীলফামারীতে গ্রেফতার পাঁচ জেএমবি সদস্যের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার (৫ ডিসেম্বর) বিকেলে তাদের জেলা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক মো. হাফিজুল ইসলাম তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা নীলফামারী থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী পাঁচ দিনের রিমান্ড আবেদন করেছিলেন।

এর আগে সকালে ছয় জঙ্গির নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ছয়জনকে আসামি করে মামলা করেন র‌্যাব-১৩ এর উপ-সহকারী পরিচালক আব্দুল কাদের। এর মধ্যে মামলার প্রধান আসামি শরিফুল ইসলাম পলাতক রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউপ।

শনিবার (৪ডিসেম্বর) সকালে সোনারায় ইউনিয়নের মাঝাপাড়া পুটিহারী এলাকায় শরিফুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে বোমা তৈরির সরঞ্জাম, পিস্তল, দেশীয় অস্ত্র এবং গুলি উদ্ধার করে র‌্যাবের বোম্ব ডিসপজাল ইউনিটের সদস্যরা।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, ৫ ডিসেম্বর, ২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।