ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

বার কাউন্সিল নির্বাচন: জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২২
বার কাউন্সিল নির্বাচন: জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভা

ঢাকা: আগামী ২৫ মে আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল সমর্থিত প্রার্থীদের বিজয়ী করতে সারাদেশের আইনজীবীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিট আয়োজিত এক সমাবেশে আইনজীবী নেতারা এ আহ্বান জানান।

   

শনিবার (৯ এপ্রিল) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এক নম্বর হলে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ফজলুর রাহমান, আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, হুমায়ুন কবির মঞ্জু, জাফর আলী, ব্যারিস্টার সফিউল আলম মাহমুদ, ড. রফিকুল ইসলাম মেহেদী প্রমুখ।

সমাবেশে আসন্ন বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য সমর্থিত প্যানেলের প্রার্থী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন, সুপ্রিম কোর্ট বার সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট আবদুল মতিন উপস্থিত ছিলেন।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আবদুল জাব্বার খানের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিটের সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল।  

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২২
ইএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।