ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

জাবির উপাচার্য প্যানেল নির্বাচনে আইনি বাধা নেই

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০২২
জাবির উপাচার্য প্যানেল নির্বাচনে আইনি বাধা নেই

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): মেয়াদ শেষ হওয়ার পরও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য পদে থাকা নিয়ে রিট দুই সপ্তাহের জন্য স্ট্যান্ডওভার (মুলতবি) করেছেন হাইকোর্ট।   

বুধবার (১০ আগস্ট) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

ফলে আগামী ১২ আগস্ট জাবির উপাচার্য প্যানেল নির্বাচনে আইনি কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী আলাউদ্দিন আহমেদ ও মো. শামসোজ্জাহা।  

জাবির পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন। সঙ্গে ছিলেন আইনজীবী কুমার দেবুল দে ও সুবীর নন্দী।  

পরে আইনজীবী কুমার দেবুল দে বলেন, আজকে শুনানি ও আদেশের দিন ধার্য ছিল। আদালত আগামী ১২ আগস্ট অনুষ্ঠিতব্য ভিসি প্যানেল নির্বাচন স্থগিতের আবেদন মঞ্জুর করেননি। এর ফলে পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, নির্বাচন চলতে কোন বাধা নেই। এছাড়া ভিসির বৈধতার প্রশ্নটি যথাযথ ভাবে না আসায় পরবর্তীতে যথাযথভাবে আবেদনটি আনার জন্য আগামী দুই সপ্তাহ রিটটি অপেক্ষমান রেখেছেন।

এর আগে, ২ আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদবী নিয়ে রিট দায়ের করা হয়। রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী শামসুজ্জোহা।  

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০২২
ইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।