ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আইন ও আদালত

মালেক হত‍্যা মামলায় ৩০ বছর পর ৪ জনের যাবজ্জীবন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০২২
মালেক হত‍্যা মামলায় ৩০ বছর পর  ৪ জনের যাবজ্জীবন 

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে ৩০ বছর পর মালেক হত‍্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিদের ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও তিন মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।

 

সোমবার (২২ আগষ্ট) দুপুরে ময়মনসিংহের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবরিনা আলী এ রায় ঘোষণা করেন।  

দণ্ডপ্রাপ্তরা হলেন- ত্রিশাল উপজেলার দরিল্লা গ্রামের আলতাব আলী, মফিজ উদ্দিন, কিসমত আলী ও জিন্নাত আলী।  

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অ‍্যাডভোকেট সঞ্জিব সরকার এ তথ‍্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, ১৯৯২ সালে পূর্ববিরোধের জেরে মালেককে কুপিয়ে খুন করে আসামিরা। এ ঘটনায় ত্রিশাল থানায় হত‍্যা মামলা দায়ের হলে ঘটনার প্রায় ত্রিশ বছর পর সাক্ষ‍্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় ঘোষণা করেন বিচারক।  

তিনি আরও জানান, নিহত মালেক একটি মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি ছিল।  

এছাড়াও এই হত‍্যা মামলার আসামি এবং ভিকটিম পক্ষের মধ‍্যে এর আগেও একাধিক খুনের ঘটনায় পূর্ববিরোধ ছিল, যা র্দীঘদিন ধরে চলে আসছিল বলেও জানান অ‍্যাডভোকেট সঞ্জিব সরকার।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, আগস্ট ২২, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।