ঢাকা, মঙ্গলবার, ১৫ শ্রাবণ ১৪৩১, ৩০ জুলাই ২০২৪, ২৩ মহররম ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে ২ খাবার হোটেলকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
চাঁদপুরে ২ খাবার হোটেলকে জরিমানা

চাঁদপুর: পচা ও বাসি খাবার পাওয়ায় চাঁদপুর শহরের দুটি খাবার হোটেলকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (১৮ ডিসেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ইলিশ চত্বর এলাকা অভিযান চালিয়ে আবরার হোটেল ও ক্যাপে ঝীল নামক দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।

তিনি বলেন, নিয়মিত বাজার তদারকি ও ভোক্তা অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আজ শহরের ইলিশ চত্বর এলাকায় বাসি গ্রিল পাওয়ায় আবরার হোটেলকে ৩০ হাজার টাকা এবং ক্যাফে ঝিলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। দুই প্রতিষ্ঠান থেকে মোট জরিমানা আদায় হয় ৪৫ হাজার টাকা। এই দুই প্রতিষ্ঠানের মালিককে ভবিষ্যতের জন্য সতর্ক করে দেওয়া হয়।

অভিযানে সহযোগিতা করেন চাঁদপুর জেলা পুলিশের একটি দল। জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।