ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৩
সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নিহত ছবি: প্রতীকী

ঢাকা: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় জুয়েল চৌধুরী (৩০) নামে মোটরসাইকেলের এক চালক নিহত হয়েছেন।

রোববার (১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ চিটাগাং রোডে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা হৃদয় হাসান বলেন, জুয়েল মোটরসাইকেল চালিয়ে ঢাকার দিকে যাচ্ছিলেন। চিটাগাং রোড টার্নিংয়ে এলে একটি বাসের পাশ কাটিয়ে যাওয়ার সময় আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে ঢামেক হাসপাতালে নিয়ে এলে তার মৃত্যু হয়।

এদিকে খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন মৃত জুয়েলের স্বজনরা। ভাগিনা সজিব জানান, তাদের বাড়ি নোয়াখালী সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামে। বর্তমানে উত্তরা আজমপুর এলাকায় পরিবার নিয়ে থাকতেন। গ্রাম থেকে মোটরসাইকেলযোগে ঢাকায় আসার পথে দুর্ঘটনার শিকার হন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ওই মোটরসাইকেলচালককে মুমূর্ষু অবস্থায় পথচারীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৩
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।