ঢাকা: রাজধানীর গুলশানে মানি এক্সচেঞ্জের দুই ব্যক্তিকে কুপিয়ে বিপুল পরিমাণ ইউএস ডলার, ইউরো ও নগদ টাকাসহ প্রায় দেড় কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর গুলশান-২ এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- আব্দুল কাদের শিকদার (৩০) ও আমির হামজা (২৫)।
মিন্টু শিকদার নামে এক প্রত্যক্ষদর্শী জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে গুলশান ডিসিসি মার্কেটের সামনে চার/পাঁচজন একটি লাল প্রাইভেটকার নিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে। একপর্যায়ে তারা মোটরসাইকেলে থাকা দুজনকে রড ও ধারালো ছুরি দিয়ে মাথায় আঘাত করে। এতে ভুক্তভোগী দুজন গুরুতর আহত হন।
তিনি আরও জানান, ছিনতাইকারীরা তাদের কাছ থেকে ২৫ হাজার ডলার, ২০ হাজার ইউরো এবং ৮০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। বিদেশি মুদ্রাসহ প্রায় দেড় কোটি টাকা ছিনতাই করে নিয়ে যায় তারা।
গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মারুফ আহমেদ বলেন, আমরা জানাতে পরে ঘটনাস্থলে গিয়েছি। সিসিটিভি ফুটেজ যাচাই-বাছাই চলছে। ভুক্তভোগীরা কয়েকজনকে চিনতে পেরেছেন। আমরা জানতে পেরেছি তাদের কাছ থেকে ২৫ হাজার ইউএস ডলার, ২০ হাজার ইউরো এবং নগদ ৮০ লাখ টাকা নিয়ে গেছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।
বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৪
এমএমআই/আরএ