ঝালকাঠি: গত তিন দিন ধরে ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত দক্ষিণের জেলা ঝালকাঠি। এ কারণে সেখানে একটু উষ্ণ প্রশান্তি দিতে দরিদ্র শীতার্তদের দ্বারে দ্বারে গিয়ে কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম।
রাজাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অসহায় দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুয়েল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লতিফা জান্নাতি, রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান খান ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, হিমশীতল কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে দেশ। কনকনে ঠাণ্ডায় জীবন বিপর্যস্ত। শীতকালে সবচেয়ে সমস্যায় পড়ে দেশের দরিদ্র ও ছিন্নমূল জনগোষ্ঠী। দরিদ্র ও ছিন্নমূল মানুষের জন্য শীতকাল বড়ই কষ্টের। খাবারের চেয়েও তাদের শীত নিবারণ বেশি গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। শৈত্যপ্রবাহের ব্যাপকতা থেকে রক্ষার ন্যূনতম ব্যবস্থাও তাদের থাকে না। ফলে অসহায় ও হতদরিদ্রদের কষ্ট কেবলই বেড়ে যায়। ঝালকাঠি জেলাও এর বাইরে নয়। অসহায় ও হতদরিদ্র মানুষের কথা চিন্তা করেই ঝালকাঠি জেলাপ্রশাসক ফারাহ্ গুল নিঝুম শীতার্তদের শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান রেখেছেন।
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, জানুয়ারি ১, ১২০২৩
এমএমজেড