ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

চিংড়ি মাছে অপদ্রব্য পুশ, তিন ব্যবসায়ীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৩
চিংড়ি মাছে অপদ্রব্য পুশ, তিন ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনিতে চিংড়ি মাছে বিষাক্ত কেমিক্যাল ও অপদ্রব্য পুশ করার দায়ে তিন মৎস্য ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ২০০ কেজি পুশকৃত চিংড়ি মাছ, ৮০ কেজি বিষাক্ত জেলি ও ৬০টি সিরিঞ্জ জব্দ করে ধ্বংস করা হয়েছে।

রোববার (১ জানুয়ারি) উপজেলার মহিষকুড় বাজারে র‌্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্প ও আশাশুনি উপজেলা মৎস্য অফিসারের সমন্বয়ে গঠিত একটি টিম এ অভিযান পরিচালনা করে।

চিংড়ি মাছে অবৈধভাবে বিষাক্ত কেমিক্যাল ও জেলি পুশ করার দায়ে মৎস্য পণ্য বিধিমালা ১৯৯৭ এর বিধি ৪(৪) ধারা মোতাবেক মৎস্য ব্যবসায়ী আল-মামুন, মো. শাহজাহান ও রাকেশ মণ্ডলকে দেড় লাখ টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

এছাড়া জব্দকৃত ২০০ কেজি পুশকৃত চিংড়ি মাছ, ৮০ কেজি বিষাক্ত জেলি, ৬০টি সিরিঞ্জ জব্দ করে ধ্বংস করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।