ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

মেট্রোরেলের তারে ফানুস: টিকিট বিক্রি কমেছিল ৩ লাখ টাকার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৩
মেট্রোরেলের তারে ফানুস: টিকিট বিক্রি কমেছিল ৩ লাখ টাকার

ঢাকা: ইংরেজি নববর্ষ উদযাপনে নগরবাসীর ওড়ানো ফানুস বৈদ্যুতিক তারের ওপরে পড়লে বন্ধ হয়ে যায় মেট্রোরেল চলাচল। ওই দিন ছিল মেট্রোরেলে যাত্রী চলাচলের চতুর্থ দিন।

সেদিন দুর্ঘটনা রোধে মেট্রোরেল চলাচল দুই ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়। রোববার ৯ লাখ ১৬ হাজার ৩৪০ টাকার টিকিট বিক্রি হয়। এর আগের দিন ১২ লাখ ৩১ হাজার ৭১০ টাকার টিকিট বিক্রি হয়েছিল। রোববার মেট্রোরেলের টিকিট বিক্রি থেকে প্রায় ৩ লাখ ১৫ হাজার টাকার আয় কম হয়েছে।

সোমবার (২ জানুয়ারি) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) একটি সূত্র এ তথ্য জানিয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রোববার সকালে ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ার পরে যাত্রীশূন্য হয়ে যায় মেট্রোরেলের আগারগাঁও স্টেশন। দুই ঘণ্টা বন্ধ থাকার কারণে যাত্রীশূন্য হয়ে পড়ে স্টেশনটি।  

মেট্রোরেল উদ্বোধন হওয়ার পর প্রথম দিনে মোট তিন লাখ ৯৩ হাজার ৫২০ টাকার টিকিট বিক্রি হয়। আর দ্বিতীয় দিন শুক্রবার বিক্রি হয়েছিল মাত্র ১ লাখ ৩৯ হাজার ৯৮০ টাকার টিকিট।

মেট্রোরেলের মাধ্যমে ঢাকার গণপরিবহন নতুন যুগে প্রবেশ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন করেন। এরপরে ২৯ ডিসেম্বর গণমানুষের জন্য উন্মুক্ত হলে রাজধানীতে প্রথমবারের মতো যাত্রী নিয়ে মেট্রোরেল চলাচল শুরু করে।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৩
এনবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।