ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা 

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা 

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক যুবক আত্নহত্যা করেছে।  

শুক্রবার (৬ জানুয়ারি) সকালে রহনপুর থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা যায় সে।

 

তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ঠাকুর পলশা এলাকার হাজীনগর গ্রামের তরিকুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম (২৫)।

পুলিশ ও  তার পরিবারিক সূত্রে জানা গেছে, আমিনুল ইসলাম বেশ কিছুদিন যাবত নিখোঁজ ছিল।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, ঘটনাস্থল রেলওয়ে পুলিশের অধীনে হলেও খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের পরনে থাকা প্যান্ট চেক করে মানিব্যাগে তার জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজের ছবি, ব্যবহৃত মোবাইল ও সীমকার্ডসহ কিছু টাকা পাওয়া গেছে। তার পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে।

রেলওয়ে পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক আতাউর রহমান জানান, যুবকের পরিচয় সনাক্ত হয়েছে। তার পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।