ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পদ্মা পাড়ে স্থায়ী বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২৩
পদ্মা পাড়ে স্থায়ী বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন

শরীয়তপুর: আগামী বর্ষার আগে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীর পাড়ে স্থায়ী বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন করেছেন ভাঙনকবলিতরা।

শুক্রবার (০৬ জানুয়ারি) দুপুরে বিলাসপুর এলাকায় পদ্মা নদীর পাড়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন তারা।

ভাঙনে ক্ষতিগ্রস্ত জাহাঙ্গীর আলম মোল্লা, ফারুক মোল্লা, রাসেল হাওলাদার, রব মোল্লা, দুলাল মোল্লা, আমিনুল ইসলাম সেন্টুসহ অন্তত তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

সেখানে বক্তারা বলেন, জাজিরা উপজেলার পালেরচর, বড়কান্দি, জাজিরা, বিলাসপুর ও কুন্ডেরচর ইউনিয়নের মানুষ পদ্মা নদীর ভাঙনের কারণে গত পাঁচ বছরে অন্তত চার হাজার পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। আমরা বসতভিটা ও ফসলি জমি আর হারাতে চাই না। আমরা ত্রাণ চাই না, দ্রুত বাঁধ চাই। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটাই দাবি, আগামী বর্ষার আগে স্থায়ীভাবে বেড়িবাঁধ চাই।

পানি উন্নয়ন বোর্ড শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী এস এম আহসান হাবীব বলেন, জাজিরা উপজেলায় ৮ দশমিক ৬৭ কিলোমিটার স্থায়ী বেড়িবাঁধ হবে। তবে ভাঙন রোধে যে কোনো প্রজেক্ট নিতে হলে আগে ফিজিবিলিটি স্টাডি করে নিতে হয়। জানুয়ারি মাসের মধ্যে পানি উন্নয়ন বোর্ড ফিজিবিলিটি স্টাডি ফাইনাল রিপোর্ট দেবে। রিপোর্ট পেলে আমরা প্রজেক্ট জমা দেব। পরে একনেকে প্রকল্প পাশ হলে বেড়িবাঁধের কাজ শুরু হবে।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।