চাঁদপুর: চাঁদপুরের মতলব উপজেলার আমিরাবাদ বাজার মাছের আড়ৎ ও পিকআপ ভ্যান থেকে ৭২০ কেজি (১৮ মণ) জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। জব্দ হওয়া জাটকা উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়।
বুধবার (১১ জানুয়ারি) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের টহল দল।
সন্ধ্যায় কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, বিকেলে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে মতলব আমিরাবাদ বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় মাছের আড়ৎ ও একটি মিনি পিকআপ ভ্যান তল্লাশি করে ৭২০ কেজি জাটকা জব্দ করা হয়।
চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম অভিযানে উপস্থিত ছিলেন বলে জানান তিনি।
তিনি আরও বলেন, জব্দ হওয়া জাটকা উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
এসএএইচ