ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

ফুটেজ দেখে অভিযান, চুরি হওয়া নবজাতক উদ্ধার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৩
ফুটেজ দেখে অভিযান, চুরি হওয়া নবজাতক উদ্ধার 

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল থেকে চুরি হয়ে যাওয়া নবজাতককে অবশেষে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। ঘটনার পরেই সন্ধ্যায় পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার নাটাই দক্ষিণ ইউনিয়নের সিন্দুউড়া এলাকা থেকে ওই নবজাতককে উদ্ধার করে। নবজাতক চুরির ঘটনায় পুলিশ তানিয়া (২৩) নামে এক নারীকে আটক করেছে। শিশুটির চুরির সঙ্গে জড়িত তানিয়া সিন্দুরা গ্রামের নিয়াজ আহাম্মদ লিটন মিয়ার স্ত্রী।  

জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের গাইনী বিভাগে ২২ নং শয্যায় ৩ দিন আগে ছেলে সন্তানের জন্ম দেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়নের তেলিনগর গ্রামরে ফরিদ মিয়ার স্ত্রী রেখা আক্তার। বৃহস্পতিবার দুপুরে প্রতারক তানিয়া নবজাতকটিকে উন্নত চিকিৎসার কথা বলে নবজাতকটিকে নিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রমাণসহ সিসি টিভির ফুটেজ সংগ্রহ করে অভিযান পরিচালনা করে। পরে নাটাই দক্ষিণ ইউপিস্থ সিন্দুরা গ্রামের তানিয়ার নিজ ঘর থেকে চুরি যাওয়া নবজাতক শিশুটিকে উদ্ধার করে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, উদ্ধার নবজাতক তার বাবা মায়ের জিম্মায় দেয়াসহ চুরির বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।