ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় আহত অটোযাত্রী সেই শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৩
টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় আহত অটোযাত্রী সেই শিশুর মৃত্যু

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেনের ধাক্কায় নিহত অটোরিকশাযাত্রী নারীর শিশুপুত্র তাওহীদের মৃত্যু হয়েছে। বৃহস্প‌তিবার দিনগত (১৩ জানুয়ারি) রাত ২টার দি‌কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশুটির মৃত্যু হয়।

 

এর আগে বুধবার দিনগত (১২ জানুয়ারি) রাত ৩টার দি‌কে পিয়ারা বেগম (৩৫) না‌মের এক নারী ওই মে‌ডি‌কে‌লে মারা যান। এতে ট্রেন দুর্ঘটনায় অটোরিকশার ৫ যাত্রীর মৃত্যু হলো।  

নিহত শিশু তাওহীদ (দেড় বছর) উপজেলার ফলদা ইউ‌নিয়‌নের মমিনপুর গ্রামের লাল মিয়ার ছেলে এবং নিহত পিয়ারা বেগম একই ইউনিয়নের আগতেরিল্ল‌্যা গ্রামের হাফিজ উদ্দিনের স্ত্রী।  

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, ঢাকায় চি‌কিৎসাধীন একজন নারী ও শিশুর মৃত‌্যু হ‌য়ে‌ছে। এতে ট্রেন দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হলো। নিহতরা সবাই একই ইউনিয়নের।  

উল্লেখ‌্য, বুধবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার ঢেপাকান্দি এলাকার অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় তাওহীদের মাসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হন। এ ঘটনায় শিশু তাওহীদসহ ৫জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শিশু তাওহীদের মাথায় গুরুতর জখম হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৩
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।