ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

মুক্তিযুদ্ধের ভাস্কর্যের মাথা ভেঙে গ্রেফতার যুবক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৩
মুক্তিযুদ্ধের ভাস্কর্যের মাথা ভেঙে গ্রেফতার যুবক

পটুয়াখালী:  দুমকিতে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙার অপরাধে শরিয়তুল্লাহ (২০) নামের এক যুবককে ধরে পুলিশে সোপর্দ করা হয়েছে। ওই যুবকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছেন দুমকি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ গোলাম মর্তুজা।

গ্রেফতার যুবক চলতি বছর দুমকি সরকারি জনতা ডিগ্রি কলেজ থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন। উপজেলার দুমকি মাদরাসা ব্রিজ এলাকার মিজানুর রহমান মৃধার ছেলে তিনি।  

শুক্রবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে দুমকি উপজেলা কমপ্লেক্সের জয়বাংলা চত্ত্বরের মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে উঠে ভাস্কর্যের ওপরে মাথার অংশ ভেঙে মাটিতে ফেলে দেন শরিয়তুল্লাহ।

এসময় শব্দ শুনে উপজেলা পরিষদের নিরাপত্তা কর্মী ও কোয়ার্টারের কর্মকর্তা-কর্মচারীরা বের হন। শরিয়তুল্লাহ পালানোর চেষ্টা করলে তাকে ধরে ফেলেন তারা।  

দুমকি উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমানের নির্দেশে শরিয়তুল্লাহকে ওই রাতেই দুমকি থানা পুলিশে সোপর্দ করা হয়।

দুমকি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিশেষ ক্ষমতা আইনের নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আজ (শনিবার) কোর্টের মাধ্যমে জেলহাজতে পাাঠানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।