ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গুলশানে গ্লোরিয়া জিন্সের সামনে গুলি, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
গুলশানে গ্লোরিয়া জিন্সের সামনে গুলি, আটক ২ ঘটনাস্থল থেকে আটক ব্যক্তি

ঢাকা: রাজধানীতে লেনদেনকে কেন্দ্র করে গুলশানে গ্লোরিয়া জিন্স কফিস বাংলাদেশ নামে একটি রেস্টুরেন্টের সামনে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুইজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে জানা গেছে লেনদেনকে কেন্দ্র করে এ গুলির ঘটনা ঘটে।  

রোববার (১৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান বিভাগের উপ-কমিশনার মো. আব্দুল আহাদ।

তিনি বলেন, রোববার বিকেল ৪টার দিকে গ্লোরিয়া জিন্স নামক রেস্টুরেন্টের সামনে গুলির ঘটনা ঘটে। একজন আরেকজনকে গুলি করেছেন। আমরা দুইজনকেই হেফাজতে নিয়েছি।

ডিসি বলেন, তাদের আগ্নেয়াস্ত্রের বৈধতা, নাম পরিচয় যাচাই করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, লেনদেনকে কেন্দ্র করে গুলির ঘটনার সূত্রপাত। বিস্তারিত পরে জানানো হবে। গুলশানে গুলির ঘটনায় আমরা কাজ করছি এ বিষয়ে বিস্তারিত তদন্তের পর ভালোভাবে জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২২
এমএমআই/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।