ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাগুরায় ট্রাকচাপায় এলজিইডির প্রকৌশলী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
মাগুরায় ট্রাকচাপায় এলজিইডির প্রকৌশলী নিহত শরিফুল ইসলাম

মাগুরা: মাগুরা শহরের ঢাকা-খুলনা মহাসড়কের ভায়না এলাকায় ট্রাকের চাপায় মো. শরিফুল ইসলাম (৫৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।  

সোমবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শরিফুল ইসলাম মাগুরা সদর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে (এলজিইডি) উপ সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি মাগুরা সদর উপজেলার নরসিংহাটি গ্রামে। তিনি মাগুরা পৌর এলাকার ইসলামবাগ এলাকায় থাকতেন।

মাগুরা সদর উপজেলা প্রকৌশলী মো. আব্দুল্লাহ আল কবির বলেন, রাত সোয়া ৮টা পর্যন্ত অফিসে কাজ করেছেন শরিফুল ইসলাম। এর কিছুক্ষণ পরই ভায়নার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রচণ্ড পরিশ্রমী মানুষ ছিলেন তিনি।

মাগুরা দমকল বাহিনীর স্টেশন মাস্টার সোহাগুজ্জামান জানান, দুর্ঘটনার পর ভায়না মোড়ে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে দমকল বাহিনী মরদেহ উদ্ধার করে মাগুরা সদর হাসপাতাল মর্গে নেওয়া পাঠায়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, মোটরসাইকেল আরোহী শহরের কলেজ রোড দিয়ে ভায়নার দিকে যাচ্ছিলেন, একই সময় ঝিনাইদহের দিক থেকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ওই আরোহী ট্রাকের পেছনের চাকার নিচে চলে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। নিহতের মরদেহ মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে রাখা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৯৪১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।