ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে ইয়াবা ট্যাবলেটসহ মাদকবিক্রেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
ঝালকাঠিতে ইয়াবা ট্যাবলেটসহ মাদকবিক্রেতা গ্রেফতার

ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়ায় অভিযান পরিচালনা করে ২ হাজার ৫টি ইয়াবা ট্যাবলেটসহ মো. শুভ হাওলাদার (২০) নামে এক মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) ভোরে কাঠালিয়া উপজেলার আমুয়া তুষার চত্তরে ঢাকা থেকে পাথরঘাটাগামী ইসলাম পরিবহন নামে একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পরে এদিন বিকেল ৪টায় ঝালকাঠি পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে কাঠালিয়া থানা পুলিশ ইসলাম পরিবহনে তল্লাশি চালায়। এ সময় সেখানে শুভ হাওলাদারের কাছ থেকে ২ হাজার ৫টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তিনি ইয়াবার চালান নিয়ে পাথরঘাটা যাচ্ছিলেন। এ ব্যাপারে কাঠালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া মামলায় শুভকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেল হাজতে পাঠান।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।