ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

শিবচরে এক্সপ্রেসওয়েতে বাসে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
শিবচরে এক্সপ্রেসওয়েতে বাসে আগুন

মাদারীপুর: মাদারীপুরের শিবচরের এক্সপ্রেসওয়েতে বরিশাল এক্সপ্রেস নামে একটি বাসে যান্ত্রিক ত্রুটি থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২০ জানুয়ারি) বিকেল ৩টার দিকে শিবচরের এক্সপ্রেসওয়ের পাঁচ্চর সংলগ্ন মোল্লার বাজারে এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, বিকেল ৩টার দিকে বরগুনার পাথরঘাটা থেকে ঢাকার উদ্দেশে বরিশাল এক্সপ্রেস নামে একটি বাস পাঁচ্চর সংলগ্ন মোল্লার বাজারে এসে পৌঁছায়। এ সময় বাসের চাকা পাংচার হলে বাস থামিয়ে যাত্রীদের নামানো হয়। এরপরই হঠাৎ করে বাসে আগুণ ধরে যায়। খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।  আগুনে বাসটির ভেতরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বাসের বক্সে রাখা যাত্রীদের বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।  

যাত্রী অঞ্জনা সরকার বলেন, চলন্ত অবস্থায় বাসে সমস্যা দেখা দেয়। এ সময় বাসটি দাঁড় করানো হলে আমরা যাত্রীরা সবাই নেমে রাস্তায় দাঁড়াই। এর পরই হঠাৎ বাসে আগুন ধরে যায়। বাসের বক্সে রাখা আমাদের মালামাল, ব্যাগ সব কিছু পুড়ে গেছে। তবে হতাহত হননি কেউ।

শিবচর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক বলেন, বাসে আগুনের ঘটনায় কেউ হতাহত হননি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুণ নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ইঞ্জিনে ত্রুটি থেকে এ অগ্নিকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।