ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে তিন দিনব্যাপী হিম উৎসব সমাপ্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
ফরিদপুরে তিন দিনব্যাপী হিম উৎসব সমাপ্ত

ফরিদপুর: ফরিদপুরে তিন দিনব্যাপী হিম উৎসব শনিবার (২১ জানুয়ারি) শেষ হয়েছে। উৎসবের শেষ দিনে বিভিন্ন বয়সী মানুষের সমাগমে মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ। এ সময় অন্যান্য ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে গত বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) থেকে জেলা শহরের অম্বিকা ময়দানে এ মেলা শুরু হয়। সেখানে ৩৬টি স্টল অংশগ্রহণ করে। মেলায় খাবারের স্টল ছাড়াও বিভিন্ন পণ্য ও হস্তজাত সামগ্রী, ফুলের দোকানসহ বিভিন্ন রকমের দোকানের পশরা বসে। মেলার চিপ অ্যাডমিন ছিলেন মুশফিকুর রহমান তনু। ‘ওয়ারকাহালিক ফরিদপুরিয়ান’ প্রতিবছর এই মেলার আয়োজন করে থাকে।

এদিকে, মেলায় তিনটি সেরা স্টল, দুইটি মডারেটর এবং তিনজন উদ্যোক্তাকে সনদপত্র প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।