গোপালগঞ্জ: গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দুই ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টাধাওয়া ও বেশ কয়েকটি দোকান-পাটে হামলার ঘটনা ঘটেছে। এ সময় ইটের আঘাতে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল ছোড়ার ঘটনা শুরু হয়, যা রাত ৯টা পর্যন্ত চলে। ঘটনার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
মুকসুদপুর থানার ওসি (তদন্ত) শীতল চন্দ্র পাল এসব তথ্য নিশ্চিত করে জানান, মুকসুদপুরে বেশ কিছুদিন ধরেই এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই দলের দুই গ্রুপের সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। শুক্রবার সন্ধ্যার দিকে ক্যালেন্ডার বিতরণকে কেন্দ্র মারধরের ঘটনা ঘটে। এ নিয়ে এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় গ্রুপের কয়েক হাজার সমর্থক মুকসুদপুরের চৌরঙ্গী মোড়ে জড়ো হয়ে ধাওয়া পাল্টাধাওয়ায় অংশ নেয় এবং এক পর্যায়ে উভয় গ্রুপ ইটপাটকেল নিয়ে একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। এতে পুরো এলাকাজুড়ে রণক্ষেত্রে পরিণত হয়।
তিনি আরো জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি শান্ত। তবে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৫
এসএএইচ