ঢাকা: রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেলের ধাক্কায় আহত শিশুটি দরিদ্র পরিবারের সন্তান। তার নাম রোজিনা আক্তার হাবিবা (৪)।
শনিবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তার মা রাবেয়া আক্তার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেয়েকে শনাক্ত করেন।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জাবরহাট গ্রামের বিল্লাল হোসেনের মেয়ে হাবিবা। তার বাবা রিকশাচালক ও মা রাবেয়া গার্মেন্টস কর্মী।
রাবেয়া জানান, তিনি ও শিশুটির বাবা কাজে ছিলেন। ছোট ভাই হাবিবকে (৩) নিয়ে বাসায় ছিলো হাবিবা। কর্মস্থল থেকে বাসায় এসে খবর পান, হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছে তার শিশু সন্তান। এরপর হাসপাতালে ছুটে যান তিনি।
এর আগে শনিবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে মগবাজার মধুবাগ সংলগ্ন হাতিরঝিল সড়কে মোটরসাইকেলের ধাক্কায় শিশুটি আহত হয়।
তাকে হাসপাতালে নিয়ে যাওয়া মোটরসাইকেলচালক তানজিনুর রহমান জানান, মোটরসাইকেল চালিয়ে রামপুরা থেকে হাতিরঝিল হয়ে মধুবাগের দিকে যাচ্ছিলেন তিনি। এ সময় কয়েকটি শিশু এক সঙ্গে হাতিরঝিলের রাস্তা পার হওয়ার জন্য দৌড় দেয়। তখন তার মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে শিশুটির। সঙ্গে সঙ্গে তিনি শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান।
>>আরও পড়ুন: হাতিরঝিলে দুর্ঘটনায় আহত নাম না জানা শিশুর পাশে ঢামেক হাসপাতাল
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
এজেডএস/এসএ