ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে বাইকের ধাক্কায় পথচারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
গোপালগঞ্জে বাইকের ধাক্কায় পথচারী নিহত

গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলার আরামবাগ এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় হান্নান ফকির (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী সুদীপ্ত বণিক (২২) গুরুতর আহত হয়েছেন।

রোববার (২২ জানুয়ারি) সকাল ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হান্নান গোপালগঞ্জ পৌরসভার আরামবাগ নিচুপাড়া এলাকার বাসিন্দা।

গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) গণেশ বিশ্বাস দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সুদীপ্ত মোটরসাইকেল চালিয়ে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া বাসস্ট্যান্ড এলাকার দিকে যাচ্ছিলেন। পথে আরামবাগ এলাকায় এলে ঢাকাগামী একটি পিকআপভ্যানের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি পথচারী হান্নানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন হান্নান। গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী সুদীপ্ত। খবর পেয়ে ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায় ফায়ার সার্ভিস ও স্থানীয়রা। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সুদীপ্তকে পরে ঢাকা পাঠানো হয়।  

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।