ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রেললাইন ধরে হাঁটছিলেন, মুহূর্তে হলেন লাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
রেললাইন ধরে হাঁটছিলেন, মুহূর্তে হলেন লাশ ট্রেনে কাটা: প্রতীকী ছবি

কুষ্টিয়া: কুষ্টিয়ার সদর উপজেলার কবুরহাট এলাকায় ট্রেনে কাটা পড়ে একজন নিহত হয়েছেন। তবে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

নিহতের বয়স আনুমানিক ৫৫ বছর।

সোমবার (২৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় খুলনা থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী মধুমতি এক্সপ্রেক্স ট্রেন কুষ্টিয়ার সদর উপজেলার বটতৈল ইউনিয়নের কবুরহাট এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিহত ঐ ব্যক্তি রেললাইনের ধারে দাঁড়িয়ে ছিলেন। পরে রেললাইন দিয়ে হাঁটার সময় খুলনা থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী মধুমতি এক্সপ্রেক্স ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।

পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নার্গিস আক্তার জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এখনো নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।