ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হাতীবান্ধায় ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
হাতীবান্ধায় ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু ফাইল ফটো

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রাকের চাপায় আব্দুল লতিফ (৪৭) নামে এক এনজিও কর্মকর্তার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার বড়খাতা-তিস্তা ব্যারাজ সড়কের রমনীগঞ্জ নারিকেল তলা এলাকায় এ দুর্ঘনা ঘটে।

আব্দুল লতিফ কালীগঞ্জ উপজেলার ভোটমারী এলাকার বাসিন্দা। তিনি গ্রামীণ ব্যাংকের হাতীবান্ধা উপজেলার বড়খাতা শাখায় ফিল্ড কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল লতিফ মোটরসাইকেলে করে অফিস থেকে তিস্তা ব্যারাজের দিকে যাচ্ছিলেন। এ সময় তিস্তা ব্যারাজ থেকে আসা বড়খাতাগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে হাতীবান্ধা হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ঘাতক ট্রাকটিকে আটক করে। তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।
হাতীবান্ধা হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।