কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অবৈধভাবে পরিচালিত দুই ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৯ জানুয়ারি) বিকেলে উপজেলার মাইজহাটি আদৰ্শপাড়া গ্রামে মেসার্স আশরাফ উদ্দিন ব্রিকস (এইউবি) ও মেসার্স সোনালী ব্রিকস নামে দুইটি ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সিনিয়র কেমিস্ট রুবাইয়াত তাহরীম সৌরভ, পরিদর্শক নয়ন কুমার রায় ও জেলা পুলিশের একটি তদারকি টিম।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, পরিবেশ অধিপ্তরের ছাড়পত্র না থাকা ও শিক্ষাপ্রতিষ্ঠানের খুব কাছে অবৈধভাবে ভাটা পরিচালনার দায়ে ওই দুই ইটভাটা মালিককে ৫০ হাজার করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সিনিয়র কেমিস্ট রুবাইয়াত তাহরীম সৌরভ বিষয়টি নিশ্চিত করে জানান, বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ২৩৪২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৩
এসআরএস