ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

এমন ভোট সরাইল-আশুগঞ্জের মানুষ জীবনেও দেখেনি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৩
এমন ভোট সরাইল-আশুগঞ্জের মানুষ জীবনেও দেখেনি

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের উপ-নির্বাচন ভোটগ্রহণ চললেও বেশিরভাগ কেন্দ্র ছিল ফাঁকা। ভোটারদের মধ্যে তেমন কোনো উৎসব আমেশ লক্ষ্যই করা যায় নি।

বুধবার (০১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরু হওয়ার প্রায় ১ ঘণ্টার পার হলেও কেন্দ্রে কোনো ভোটার আসেননি। পরে সাড়ে ৯টার দিকে একজন-দুইজন করে ভোটার আসতে দেখা যায়।

ভোটগ্রহণের বিষয়ে একাধিক ভোটারের সঙ্গে কথা হলে তারা জানান, এ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি অংশগ্রহণ করেনি। ফলে তাদের ভোট দেওয়ার তেমন আগ্রহ নেই। তারা ভাবছেন, অল্প সময়ের নির্বাচনে ভোট দিয়েই কি হবে, এলাকার তো উন্নয়ন হবে না। আর এই উপ-নির্বাচন সরাইল-আশুগঞ্জের মানুষ জীবনেও দেখি নি।

এছাড়া নির্বাচনে দুইজন স্বতন্ত্র প্রার্থী অভিযোগ করেছেন, তাদের কর্মী সমর্থকদের হয়রানি করে ভোট কেন্দ্রে যেতে বাধা দেওয়া হয়েছে। তাদের অনেক এজেন্টদেরকে কেন্দ্র বের করে দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক ও রিটারনিং কর্মকর্তা মো. শাহগীর আলম বলেন, কোনো প্রার্থী তার কাছে অভিযোগ দেননি।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।