পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটার পদ্মা খালে অভিযান চালিয়ে ১০ কেজি অবৈধ হাঙর, দুই কেজি শাপলা পাতা, ৫০ কেজি জাটকাসহ ১১ জেলেকে আটক করেছে কোস্টগার্ড।
বুধবার (১ ফেরুয়ারি) ইঞ্জিনচালিত মাছ ধরা একটি ট্রলারে তল্লাশি করে এই মাছ জব্দ করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. শাফায়াত আবরার জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বলেশ্বর নদ সংলগ্ন পদ্মা খালে একটি ট্রলারে তল্লাশি করা হয়। এ সময় ওই ট্রলারে ১০ কেজি অবৈধ হাঙর, দুই কেজি শাপলা পাতা, ৫০ কেজি জাটকাসহ ১১ জেলেক আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ১১ জেলেদের ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং জব্দকৃত জাটকা এতিম ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। অবৈধ শাপলা ও হাঙ্গর মাটিতে পুঁতে ফেলা হয়।
বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৩
আরএ