ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৩
ফরিদপুরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু

ফরিদপুর: ফরিদপুরে এক বাড়িতে চুরি করতে গিয়ে গণপিটুনিতে আবুল কালাম (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (০১ ফেব্রুয়ারি) দিনগত রাত ২টার দিকে ফরিদপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মোড়ালিদাহ নামক এলাকায় এ ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে পুলিশ ওই রাতেই আবুল কালামকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আবুল কালাম মাদারীপুরের শিবচর উপজেলার দক্ষিণ কোঁড়কচর এলাকার ইসমাইল চোকদারের ছেলে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বাংলানিউজকে বলেন, একটি বাড়িতে চুরি করতে গেলে ওই ব্যক্তিকে স্থানীয়রা গণপিটুনি দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে আইনি ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।