ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জীবননগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৩
জীবননগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর শিমুলতলা এলাকায় পাওয়ার ট্রিলারের সঙ্গে আলমসাধু মুখোমুখি সংঘর্ষে সানোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে জীবননগর-দর্শনা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত সানোয়ার একই উপজেলার কালা গ্রামের বদর উদ্দিনের ছেলে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে পাওয়ার ট্রিলারযোগে গরু বিক্রির উদ্দেশে শিয়ালমারী পশুহাটে যাচ্ছিলেন সানোয়ার ও তার সঙ্গীরা। পথে শিমুলতলা এলাকায় এলে বিপরীতদিক থেকে আসা একটি আলমসাধু সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সানোয়ার ছিটকে পাওয়ার ট্রিলারের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহন হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের আপত্তি না থাকায় মরদেহ হস্তান্তর করে দাফনে অনুমতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।