ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শুটিংস্পটে দগ্ধ অভিনেত্রী আঁখিকে আইসিইউতে নেওয়া হয়েছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৩
শুটিংস্পটে দগ্ধ অভিনেত্রী আঁখিকে আইসিইউতে নেওয়া হয়েছে -ফাইল ছবি

ঢাকা: রাজধানীর মিরপুরে শুটিংস্পটে দগ্ধ ছোট পর্দার অভিনেত্রী শারমিন আঁখির কিছুটা শ্বাসকষ্ট হওয়ার কারণে নিবিড় পর্যবেক্ষণ ওয়ার্ডে (আইসিইউ) রাখা হয়েছে। শ্বাসনালীসহ তার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ রয়েছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেলের দিকে এই কথা বলেন, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন।

তিনি বলেন, বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) কিছুটা শ্বাসকষ্ট হওয়ার কারণে তাকে আইসিইউতে রাখা হয়েছে। সেখানেই তার সব চিকিৎসা চলছে। এর পাশাপাশি তার শরীরের জ্বরও ছিল।

>>>আরও পড়ুন: স্বামীর দাবি ধূমপান করতেন না অভিনেত্রী শারমিন আঁখি

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৩
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।