ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

দীঘিনালায় ভারতীয় চিনি জব্দ, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৫
দীঘিনালায় ভারতীয় চিনি জব্দ, আটক ২

খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালায় সীমান্ত ফাঁকি দিয়ে অবৈধভাবে আসা ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। এ সময় দুজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২২ জানুয়ারি) বিকেলে একটি গাড়িতে করে ভারতীয় চিনি পরিবহনকালে তাদের আটক করা হয়।

আটকরা হলেন দীঘিনালা বোয়ালখালী এলাকার বাসিন্দা মাহিন্দ্র চালক কাজল বড়ুয়া (৫৮) ও একই উপজেলার রশিকনগর এলাকার বাসিন্দা মো. আনোয়ার হোসেন (৩৮)। এ সময় তাদের কাছ থেকে চারটি বস্তায় অবৈধ পথে আসা ২০০ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়।

পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকার সাজেক-উদয়পুর সীমান্ত ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় চিনি পাচারকালে তাদের আটক করা হয়।

এ ঘটনায় দীঘিনালা থানায় আটকদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে বলে জানান দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া।

বাংলাদেশ সময়: ০৯২৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৫
এডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।