ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
ফরিদপুরে মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় মাদক মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি মো. বিল্লাল মোল্যাকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। বিল্লাল মোল্যার নামে জিআর মাদক মামলার ৬ মাসের সাজার ওয়ারেন্ট আছে।

বুধবার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে বোয়ালমারী থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল বাশার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় আসামিকে উপজেলার আরাজি বারখারদিয়া গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

এসআই আবুল বাশার জানান, বিল্লাল মোল্যার নামে একটি মাদক মামলায় ৬ মাসের সাজা ও ৩ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ডের আদেশ আছে। সাজার পর থেকে তিনি পলাতক ছিলেন।

তিনি আরও জানান, বুধবার বিল্লালকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।