ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

জাতীয়

কৃষক-কর্মকর্তাদের খাদ্যভিত্তিক পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
কৃষক-কর্মকর্তাদের খাদ্যভিত্তিক পুষ্টি বিষয়ে প্রশিক্ষণ

হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলায় খাদ্যভিত্তিক পুষ্টি বিষয়ে ৬০ জন নারী-পুরুষকে তিন দিনের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রশিক্ষণ সমাপ্ত হয়।

প্রশিক্ষণে বিভিন্ন দপ্তরের ৩০ জন সরকারি কর্মকর্তা ও ৩০ জন কৃষক-কৃষাণী অংশ নেন। সুষম পুষ্টি গ্রহণের বিষয়ে মানুষকে উৎসাহিত করার জন্য তাদের বলা হয়।

বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষনা ও প্রশিক্ষণ ইনস্টিটিট (বারটান) সুনামগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে এতে প্রশিক্ষক ছিলেন ড. মো. আব্দুর রাজ্জাক ও সাদ্দাম হোসেন।

তিনদিনের প্রশিক্ষণে বক্তব্য রাখেন হবিগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নূরে আলম সিদ্দিকী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আয়েশা আক্তার, হবিগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর, বাংলানিউজের হবিগঞ্জ প্রতিনিধি বদরুল আলম প্রমুখ।

সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের হাতে প্রয়োজনীয় কাগজপত্র, ব্যাগ ও প্রশিক্ষণ ভাতা বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।