ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যশোরে বাসে মিলল হেলপারের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
যশোরে বাসে মিলল হেলপারের মরদেহ

যশোর: যশোর শহরের মণিহার মোড়ে একটি বাস থেকে পাপ্পু (২৪) নামে এক চালকের সহকারীর (হেলপার) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৬ নভেম্বর) সকালে সরদার পরিবহনের একটি বাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে, খবর পেয়ে পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাসটি ঢাকা থেকে ফিরে শুক্রবার (১৫ নভেম্বর) থেকে মণিহার মোড়ের পার্শ্ববর্তী মনিরুদ্দিন পাম্পের সামনে দাঁড়ানো ছিল। রাতে পাহারা দিতে বাসটির সহকারী পাপ্পু ভেতরে গিয়ে ঘুমিয়ে ছিলেন। সকালে বাসটির ঢাকামুখী ট্রিপ ছিল। সকাল ৮টার দিকে বাসের ড্রাইভার এনামুল বাসের দরজা খোলার জন্য পাপ্পুকে ডাকাডাকি করলে তিনি সাড়া পাননি। এ সময় এনামুল দরজা গড়িয়ে রক্ত পড়তে দেখেন। পরে পুলিশ ও বাস কোম্পানিসহ অনন্যদের খবর দেন। পুলিশ এসে সকাল সাড়ে ৯টার দিকে বাস থেকে মরদেহ উদ্ধার করে। এছাড়া বাসের ভেতর থেকে ছুরি ও তিন জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়েছে।

এ সময় বাস চালক ও সুপারভাইজার উজ্জলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যান পুলিশ।

পুলিশ জানান, ধারণা করা হচ্ছে হত্যাকারীরা বাসের ভেতর ঢুকে ভোরের দিকে পাপ্পুকে হত্যা করে জানালা দিয়ে পালিয়ে গেছে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, হত্যার ক্লু উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। আশা করছি দ্রুতই হত্যাকাণ্ডে সংশ্লিষ্টরা আইনের আওয়তায় আসবে।


বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।